হবিগঞ্জে সারাদিন দুর্ভোগের পর প্রত্যাহার হল পরিবহন ধর্মঘট

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অনুমতি ছাড়া চলাচল করা অবৈধ যানবাহন বন্ধের দাবিতে হবিগঞ্জে বাস মালিক সমিতি এবং মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাক দেয়া পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দিলে মালিক-শ্রমিকরা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী আজ বুধবার সকাল থেকে সকল রুটে স্বাভাবিক নিয়মে যান চলাচল শুরু হবে।
বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, মটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস ও মাইক্রেবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সজীব আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, বৈঠকে প্রশাসন উচ্চ আদালতের আদেশ অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম), হিউমেন হলার এবং শ্যালো ইঞ্জিনচালিত নসিমন-করিমন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে মালিক-শ্রমিকরা ২য় দফার বৈঠকে বসলে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিক শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেয়া হয়েছে। এরপর তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেন।
ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অনুমতি ছাড়া চলাচল করা অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্ট পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে দিনভর দুর্ভোগ পোহান প্রায় ২০ হাজার যাত্রী। দুই কোটিরও বেশি টাকার লোকসান গুণেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *