বন্যায় কোটি টাকার ক্ষতি আজমিরীগঞ্জে

প্রথম পাতা

মোঃ আবু হেনা, আজমিরীগঞ্জ থেকে ॥ বন্যায় আজমিরীগঞ্জ উপজেলায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মাঝে অনেক রাস্তার পানি নেমে গেছে। তবে এখনও কিছু রাস্তা আংশিক পানির নিচে। ধারণা করা হচ্ছে উপজেলা জুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় পীচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলে প্রায় অনুপযোগী এই রাস্তাগুলো। অনেক স্থানে সৃষ্টি হয়েছে বড় গর্ত ও ভাঙনের।
শিবপাশা রোডে ভাঙ্গন দেখা দিলে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হয়। তবে কাকাইলছেও রোডের বিভিন্ন স্থানে পিচ উটে গিয়ে বড় বড় ভাঙ্গন দেখা দিয়েছে। যে কারণে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন।
এছাড়া বদলপুর ইউনিয়নের পাহারপুর রাস্তার বিভিন্ন স্থানে বড় ভাঙ্গন দেখা দিয়েছে। গত মঙ্গলবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির ও আজমিরীগঞ্জ উপজেলা প্রকৌশলী তানজির উল্লা সিদ্দিকী ও বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুষেনজিৎ চৌধুরী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান। উপজেলাজুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
এ ব্যাপারে বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুষেনজিৎ চৌধুরী বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলা জুড়ে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা হয়। তবে আজমিরীগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বদলপুর ইউনিয়ন।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির দৈনিক খোয়াইকে বলেন, বন্যা পরিস্থিতির কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছি। পানি পুরোপুরি নেমে গেলেই যত দ্রুত সম্ভব মেরামত কাজ শুরু করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *