হবিগঞ্জ শহরবাসী পেলো আধুনিক সুইমিং পুল

শেষ পাতা

স্টাফ রিপোর্টার ॥ ইট-পাথরের হবিগঞ্জ শহরে ছিল না কোন সুইমিং পুল। অবশেষে একটি আধুনিক সুইমিং পুল পেলো এ শহরের বাসিন্দারা।
হবিগঞ্জ শিল্পকলা একাডেমির পিছনে গতকাল সোমবার নবনির্মিত এই সুইমিং পুলের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
জেলা প্রশাসন জানায়, ৭০ ফুট দীর্ঘ এবং ৪০ ফুট প্রস্তের এই সুইমিং পুল বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের যৌথ অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকায় নির্মিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক লিটন আহমেদ ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *