মোঃ হাসান আলী, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার বড়জুষ থেকে কালেঙ্গা বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ভোগে পড়েছেন ১৫টি গ্রামের মানুষ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, উপজেলার ডাক বাংলো স্ট্যান্ড থেকে কালেঙ্গা বাজার পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা। এর মাঝে বড়জুষ বাজার থেকে কালেঙ্গা পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেকাংশেই সৃষ্টি হয়েছে বড় গর্ত। প্রায় চলাচলের অনুপযোগী কিছু অংশ। যে কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় যাত্রীদের।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে মেরামত না হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ রাস্তাটিতে চলাচলে বিপাকে পড়েছেন কালিকাপুর উচ্চ বিদ্যালয়, মিরাশী উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট সরকারি কলেজ ও রানীগাঁও মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীসহ আশপাশের ১৫টি গ্রামের মানুষ। এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ ব্যাপারে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত দৈনিক খোয়াইকে বলেন, শীঘ্রই সরকারের উন্নয়ন প্রকল্প দ্বারা রাস্তাটি পাকাকরণের কাজ হাতে নেওয়া হবে।