স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা প্রশাসন পরীক্ষামূলক কচুরিপানা দিয়ে আমনের বীজতলা তৈরীর উদ্যোগ নিয়েছে। এবার তারা ৬৪টি আমন বীজতলা নির্মাণ করে সফল হয়েছেন। এতে সার্বিক সহযোগিতা করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কচুরিপানা দিয়ে তৈরী বীজতলায় চারা ১৮ দিনেই রোপনের উপযোগী হয়। চারার জন্য অন্য স্থানের প্রতি কৃষকদের নির্ভরশীলতা কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষামূলক ৬৪টি আমন বীজতলা নির্মাণ করে সফলতা পাওয়া গেছে।
আশা করা হচ্ছে আগামীতে অনেকেই এ পদ্ধতি অবলম্বন করবেন। এতে আগ্রহী কৃষকদেরকে উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ সহায়তা করবে।