স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাঁতরে করাঙ্গী পার হওয়ার সময় মাসুক মিয়া (৩০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপাজেলার পাঁচপারিয়া গ্রামের আলফু মিয়ার ছেলে।
গতকাল দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ত্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডুবুরীদের দলনেতা মোঃ শফিউল আজম জানান, ত্রিপল নাইনের কল থেকে জানা যায়, তেঘরিয়া ইউনিয়নের করাঙ্গী নদীতে একটি মরদেহ ভেসে বেড়াচ্ছে। পরে সেটি উদ্ধার করা হয়। পরে সদর মডেল থানা পুলিশ গিয়ে মরদেহটি মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মাসুক মিয়া সাঁতরে নদী পারাপারের চেষ্টা করেন। মাঝ নদীতে যাওয়ার পর হঠাৎ তিনি ডুবে যান। পরে ৯৯৯ সংবাদ দেওয়া হয় কল।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।